কাগজের ফুল,
হোক না যতই রঙ্গিঁন;
গন্ধ বিলাবে না সে, কোন দিন।
.
.
যতই সাজিয়ে রাখ
ফুলদানিতে----
তবু ও সে কাগজের ফুল,
বলবে লোকে।
.
.
মালা হয়ে শুধু শুধু,
গলায় শোভা পায়;
তবু সে কাগজের ফুল এই পরিচয়।
.
.
মিছে শুধু ফুল হয়ে
শোভা যে বাড়ায়,
ভুলেও ভোমড় কভু ..........
আসে না সেথায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~