.(১)
বাবুর গায়ে লাগলে মাটি,
মাটি ঝেড়ে ফেলে।
মাটির দেহ মাটি হবে,
মশাই গেছেন ভুলে।


.(২)
স্বপ্ন সুখের অষ্ট পদে
পরিশেষে নিজেই রেধে করি অ্যাপায়ন
অষ্ট প্রহর অনাহারে
দ্বিপ্রহরে ভোজন সেরে
বাকি সময় নীল জলে অবগাহন|


.(৩)
পান্তা ভাত কিম্বা ঝলসানো রুটির স্বাদ
সজনে ডাটা অথবা পুইশাক,
সবই ভুলেছি আজ|


.(৪)
সংসার কীর্তন খেলায়
সুখের স্বপ্ন নিয়ে
জীবন গড়তে নানা প্রহসন,
উপচে পড়া কিছু কষ্ট
অসহ্য যন্ত্রনা আর,
নিউরনিক শুন্যতায় বিকৃত মস্তীষ্ক।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৬/২/২০১৪ইং