সুখতো নয় গাছের ফল,
পাইরা দেব তোরে;


জীবনটা যার দুঃখে গড়া
সুখ পাবে কেমনে।


সোনার খাচা থাকলে আর
যায় না পাখি পোষা;


সুন্দর দুটি চক্ষু থাকলে
যায় না সুখ দেখা|



সুখ নয় মাঠের ফসল
তুইলা দেব তোরে।



সোনার গোলা থাকলে আর
যায়  না রাখা তারে।



সুখ নয় বাগানের ফুল
তুইলা দেব তোরে ,
জন্মটা যার দুঃখের মাঝে
সুখ পাবে কেমন করে|



সোনার ঝুড়ি থাকলে আর
যায় না ফুল রাখা,
সুন্দর দেবতা থাকলেও
যায় না তারে পূজা|



যদি ভক্তির উদয় না হয়
তব অন্তরে---|