পরনে পোষাক বাহারী রংয়ে
চলন ফিরন আজ ভিন্ন ঢংয়ে,
তোমাদেরী উৎসব তোমাদেরী পূজো
তোমরা আরও পেয়ে আরও সুখ খুজো|


সপ্তমীর প্রার্থনা শেষে
দেখেছ কি পিছন ফিরে?
পাশের গলিতে কাঁদে শিশুটি অনাহারে|


সুখের জন্য বর চেয়ে মায়ের কাছে কাদো
অনাহারী শিশুর জন্য কেন ফিরে না দেখো
মায়ের পূজোয় রাখ লক্ষ টাকা বাজেট
বস্ত্রহীন শিশুর জন্য নেই একটিও সেট
সপ্তমী পূজোয় মাকে দিলি সশীষ ডাব
ওদের জন্য নেই তোদের একটুও সৎভাব
বোধনে দিয়েছ ১০৮টি পদ্ম ফুল
স্বার্থে অন্ধ রইলি ভাঙ্গল না তোদের ভুল|


ওদের দূর্গা সেজেগুজে আসে না
ওদের কেউ তাই ভালোবাসে না,
একটু প্রসাদের জন্য ফুরিয়ে লগ্ন
আরেক সময়ের অপেক্ষায় থাকে মগ্ন|


হে পুর্নাথী তাদের কথা কি ভেবেছ?


তোরা ব্যস্ত ঢাকের ঢ্যামকুর তালে
ওদের অনাহারী পেট ক্ষুদায় জ্বলে,
সন্ধ্যা আরতী আর ভিন্ন তালের নৃত্য
এসব দেখে ওরা হয় পরিশুদ্ধ......
(আগামী দুদিন চলবে)