আজ গণতন্ত্র মানে
এখন সকলে জানে
স্বৈরাতন্ত্র নিপাত যায় না|

গণতন্ত্র বর্তমানে
খুঁজো পাগলের বয়ানে
সুশীল সমাজে তা পাবে না|

গণতন্ত্র যে সবার
মুক্তিযোদ্ধা রাজাকার
মহামিলনে আর বাঁধে না|

গণতন্ত্র নির্বাচনে
শাসকের শোষনে
তা পাগলেরো নয় অজানা|

গণতন্ত্র মানে হয়
শুধু নির্বাচনে জয়
নইলে এসব কেউ মানে না|

গণতন্ত্রের বিবাদে
খিস্তি-খেউর সংসদে
অন্ধেরও থাকে না অজানা|

বর্তমান গণতন্ত্র
একে অন্যে ষড়যন্ত্র
সব কিছু সকলের জানা|

তবু গণতন্ত্র মানে
মিছিলে মিথ্যা শ্লোগানে
স্বল্প মূল্যে কিছু কন্ঠ কেনা|

গণতন্ত্র প্রর্দশনী
রাজাকার নির্দেশনী
সরকারী হয় পরিচালনা|

গণতন্ত্রের এখন
যখন হয় যেমন
যোগ্য ইতিহাস নেই জানা|

গণতন্ত্রে বসবাস
প্রশ্নপত্র হয় ফাঁস
এখন কেউ আর জানবে না|

গণতন্ত্র মানে ঘুম
জোড় কপোলে দে চুম
সবার যেনো থাকে অজানা|

গণতন্ত্র মানে যদি
রাজ পথ হয় নদী
রক্তে স্রোত কেন ভাসবে না|

গণতন্ত্র বারে বারে
নষ্টদের অধিকারে
তবু কেউ কিছু বলবে না|

গণতন্ত্র যে সবার
আপনার বা আমার
কেন ভালো কিছু আসবে না|

গণতন্ত্র এই হলে
সভ্যতা কোথায় মিলে
আপনাদের আছে কি জানা?