ফিরিয়ে নে, মা গণতন্ত্র
--স্বপন শর্মা
..................................
গণতান্ত্রিক এই মাতৃভুমি আমার!!


এই নে, মা আজ তোর গণতন্ত্র
আগুনে ঝলসে খাস,
হে বঙ্গ জননী শান্ত'ময়ী মা আমার
আর কত লাশ চাস!!
গণতন্ত্রের আজ গড়-আয়ু হলো
অর্ধেক পেড়িয়ে বিয়াল্লিশ,
ভীমরতির ভ্রান্ত যোগে গণতন্ত্রের
মাথায় বাসা বাঁধে ইবলিশ|


এই ধর মাগো তোর প্রিয় গণতন্ত্র
তুই নিজে রক্ষা কর;
বাঙ্গালী সন্তানগুলো তোর স্বার্থবাদী
হয়েছে আজ পর|


রাখ্ মাগো তোর অতি প্রিয় গণতন্ত্র
চিবিয়ে, চিবিয়ে খাস,
গণতন্ত্রের লেবাস পড়ে রাজ পথ
রক্তে রঞ্জীত আজ|
দেখ্ মা গণতন্ত্র  তোর নেতাদের
অপারেশন থিয়েটারে,
সেখানে মা চিকিৎসা নেই আজ
অপচিকিৎসায় মরে|


গণতন্ত্র আজ অপচিকিৎসায় মরে
কেনো মা তোর সন্তানেরা কিছু না করে?
--