ছোট ছিলাম, ভালোই ছিলো
ছোট ছিল জামা,
এখন বড় হয়ে যত জালা
সব কাজেতে মানা।


আগের মতো ওপাড়াতে আর
হয়না আসা-যাওয়া,
কতদিন হলো বিকাল বেলা
পাইনা বাইরের হাওয়া।


এখন পা বেরুলেই করতে হয়
অনেক জবাবদিহি,
কতদিন হলো নামিনা জলে
পুরনো সেই দিঘি।


আগের মতো এখন আর কেউ
করেনাতো আদর ,
কেউ যদি চুমো খায় মা- বলেন
ছেলেটি নাকি বাদর!


এমন করে কতজনে কত সময়
চুমো খেত,
আজকে আবার চুমো খেলে
নিষেধ কেন এত?