কবি গুরু রবীন্দ্রনাথের ১৪০০ সাল কবিতাটি কয়েকবার পড়লাম। কিবতাটি যতই পড়ি ততই যেন নতুন লাগে। এখানেই রবি ঠাকুরের লেখার তাৎপর্য নিহিত। তিনি ১৩০০ সালে বসে ১৪০০ সালের চিত্র কল্পনায় এঁকেছেন। কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়েছে। তাঁর অনুভূতি বাস্তবের সাথে কিভাবে একাকার হয়ে গেল তা এখন গবেষণার বিষয়। আসলেই কবির বসন্তগান আমাদের বসন্তদিনে ধ্বনিত হচ্ছে প্রতিনিয়ন।