(বন্ধুবর স্বর্গীয় সুজিত আর পেরেরা'র স্মরণে)


হঠাৎ করে গভীর অন্ধকারাচ্ছন্ন মাটির গৃহের
বাসিন্দা হয়ে গেলে তুমি, সুজিত।
তুমি কি আসবে?
তোমার তো অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে।


চড়াখোলার লোকেরা তোমাকে সংবর্ধনা দিতে চায়,
বিজয় মালা পড়াতে চায়
তুমি কি নিবেনা তাদের ভালবাসা?


প্যারিশ কাউন্সিলের মিটিং হবে,
বড় ফাদার তোমাকে ডাকছে,
অথচ তুমি ধর্মগুরুর ডাক শুনছ না,
এমন অবাধ্যতো তুমি ছিলেনা?


যুব সমিতির ফাইনাল একাউন্ট করতে হবে,
সুজনের বিয়ের জন্য ব্যবস্থা করতে হবে
তুমি ছাড়া কি তা হবে?


তোমার স্বাক্ষর নিয়ে কমলা
ঋণের আবেদনপত্র জমা দিবে
অথচ তুমি নেই?
তা কি হয়?
তাহলে তুমিলিয়া ক্রেডিট
ঋণ দিবে কি করে?


সুজিত, তুমি কি জান?
তুমিলিয়া ক্রেডিট বিল্ডিং -এর নির্মাণ কাজ প্রায় শেষ,
এক সুউচ্চ বিল্ডিং দাঁড়িয়ে আছে
তুমি কি দেখবে? তাহলে এসো।


ওয়াইসিএস-এর ছাত্ররা
তোমার পরামর্শের জন্য
অধীর অপেক্ষায় দিন গুণছে,
তুমি আসবে বলে।


তোমার নব জাতককে কি তুমি দেখবে না?
তাহলে আর অপেক্ষা কেন?
সে তো কান্না ভূলে শুধু তোমারই অপেক্ষায়....


হে বিধাতা, তুমি একটিবার তাঁকে সুযোগ দাও
সে যেন তার অসমাপ্ত কাজগুলো করে যেতে পারে-
এ মোর একান্ত অনুনয়।