কবি সুকুমার রায়ের ‌‌'অন্ধ মেয়ে' কবিতার মেয়েটি পৃথিবীর সৌন্দর্য্য দেখতে না পেলেও সবকিছুই শুনতে পারছেন। তিনি তার অন্ধকার ভূবনে সবকিছু শুনে মুগ্ধ। দেখার যেন তেমন প্রয়োজন নেই। তিনি উপলব্দিতে ও কল্পনায় প্রাকৃতির যে চিত্র অংকন করেন তা বাস্তবে দেখার চেয়ে অনেক অপরুপ...।