কবি শিমুল শুভ্র'র 'চোখের পলকে ভালোবাসা' কবিতাটি আমার ভাল লেগেছে। ভালোবাসার এক অকৃত্রিম দৃশ্য এ কবিতায় ফুটে উঠেছে। কবিতার একটি বিশেষ দিক হল- এতে কোন দাড়ি-কমা-কোলন কিছূই নেই। বিষয়টি আমার কাছে তেমন খারাপ লাগেনি। এখন ব্যাকরণগতভাবে বিষয়টি কতটুকু সিদ্ধ তাই দেখার বিষয়। এ বিষয়ে ব্যাকরণ জানা পন্ডিতদের মন্তব্য প্রয়োজন বলে মনে করি।