(পিলখানায় নিহত শহীদদের ম্মরণে)
ফুলে-ফলে সজ্জিত বিডিআর পিলখানা, ছিলো স্বপ্নপুরী,
এখন তা প্রাণচাঞ্চল্যবিহীন, স্থবির, হয়েছে বিরান ভূমি।


ইট পাথরের দালানগুলো সব, নিথর হয়ে পড়ে আছে,
সবাই নীরব, নিথর, কেউ কাউকে নিচ্ছে না করে কাছে।


বাকহীন, হতবাক কিছু মানব সন্তান রয়েছে ক্যাম্পাসে,
চারিদিকে রক্ত ও ধ্বংসাবশেষ, তারা কাঁপছে ত্রাসে।


এ যেন এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় এসেছ না বলে,
সব কিছু তছনছ, লন্ডভন্ড করে দিয়ে গেছে চলে।


কোন পশু পাখি নেই, নেই কোন জীব, কেন?
নিশংস ঘটনায় সবাই পালিয়ে জীবন বাঁচিয়েছে যেন।


গাড়ীগুলো শব্দহীন, চালানোর নেই কোন জন,
স্থবির হয়ে বসে আছে সব, সবার খারাপ মন।


থেকে থেকে পড়ে আছে লাশ,লাশ.. আর রক্ত
সাতাসে লাশের গন্ধ, কান্নারত স্বজন আর ভক্ত।


রাইফেল, গোলাবারুদ পড়ে আছে এখানে সেখানে
কিছু ব্যবহৃত ও কিছু অব্যবহৃত, তা কি কেউ জানে?


কোন সন্তান তার জন্মদাতা পিতাকে খুঁজেছে একাকী,
কেউবা শুধু কাঁদছে, খুজেছে স্ত্রী স্বামীকে নিরবধী।


বিল্ডিং, ইট-বালি কাঁদছে, কাঁদছে প্রতিটি মাটিকনা,
কান্না, কান্না আর অশ্রু, কাঁদছে যেন সমগ্র পিলখানা।


যারা পশুর মত নিসংশভাবে করেছে হত্যা নর,
তাদের দিতে হবে শাস্তি, হতে হবে তাদের বিচার।


ক্ষণজন্মা, হে অফিসারগণ, যারা দিয়েছ জীবন,
বেঁচে থাকবে তোমরা, রাখবো সরাজীবন স্মরণ।