একুশ এলে আমরা সবাই
বই মেলায় যাই,
বই-পত্র দেখি শুধু
চটপটি যে খাই।


একুশ শুধু ভাষা যুদ্ধ নয়
আমরা কি তা জানি?
একুশ মোদের জাতিস্বত্তা
আমরা যেন তা মানি।


রক্ত দিয়েছে সালাম-বরকত...
এ একুশের তরে,
আমরা কি তাঁদের
যেতে দিবো ঝরে?


এই একুশেতে মা হয়েছে
সন্তান হারা,
হাজার সালাম তাঁদের
শহীদ হয়েছেন যাঁরা।


উর্দু চাপিয়ে দিল
হিসেবে মাতৃভাষা,
যুদ্ধে নামলো বাঙ্গালী
ছেড়ে জীবন আশা।


একুশ আমার মাতৃভাষা
একুশ আমার মাতা
একুশেতে নিহিত
এদেশের স্বাধীনতা।