কবি সুবীর কাস্মীর পেরেরার ধূমপান কবিতাটি পড়লাম। কবিতাটি ভাল লেগেছে। অত্যন্ত সুন্দরভাবে তিনি ধুমপানের খারাপদিকগুলো বর্ণনা করেছেন। কবিকে অভিনন্দন। তিনি বলেছেন, দিনে দিনে বাড়ছে লোন। লোন মানে ঋণ। বাক্যটি আমার জীবনের সাথে মিশে গেছে। দিনে দিনে বেড়েছে আমার দেনা। কবির সাথে একটা মিল আছে বলেই হয়ত তিনি আমার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ বাক্যটি হুবহু বলতে পেরেছেন। অশেষ ও আন্তরিক ধন্যবাদ কবি ভাই।