মরন একটি অন্ধকার-কালো অবস্তু
তাকে ধরা-ছোঁয়া যায় না কখনও।
শুধু আসে কান্না ও ব্যথার দান নিয়ে
আর চলেও যায় নিমেষেই, কিছু না বলে।
তবে, মরনকে আসতে হয়-
একটা নতুন প্রাণের জন্য
একটা নতুন প্রজন্মের জন্য
একটা নতুন পৃথিবীর জন্য
মরন না থাকলে জন্ম মহিমান্বিত হত না।
থাকতো না জন্মের কোন মাহাত্ব।
কিন্তু অসময়ের মৃত‌্যুগুলো
আমাদের সমাজ জীবনকে ভারাক্রান্ত করে দেয়
যা আমাদের কাম্য নয় কখনো।
তাই বিধাতার কাছে প্রার্থনা,
সঠিক সময়ে সকলের মৃত‌্যু কামনা।