কবি মুহাম্মদ রুহুল আমীন'র আঁচড় কবিতাটি পড়লাম। আমার ভালো লেগেছে। চার আইনের কবিতা। অণুকবিতাও বলা যায়। চার লাইনে তিনি অনেক কিছু বুঝানোর চেষ্টা করেছেন। অনেক বিষয় আমাদের ব্যথার কারণ হয় এ পৃথিবীতে। হৃদয় দিয়ে উপলব্দি করার মানুষ কম। কিন্তু আমাদের হৃদয়বান হওয়া জরুরী। কবিকে ধন্যবাদ, এতো ছোট কবিতায় বড় বিষয় ব্যাখ্যা করার জন্য।