কবি মুহাম্মদ রুহুল আমীন'র ‌'কষ্ট খুঁজে বেড়াই' কবিতাটি পড়লাম। কবিতাটি খুবই ভাল লেগেছে। এটি একটি ভিন্নধর্মী কবিতা বলে আমার কাছে মনে হয়েছে। আসলে আমরা সবাই জীবনে সুখই খুঁজি। সুখের সন্ধানে সারাটা জীবন শেষ করে দেই, কিন্তু সুখের ঠিকানা পাই না। কিন্তু কবি কষ্টকে খুঁজে বেড়ান নিরবধি। কষ্টের মধ্যে ও তিনি এক ধারনের সুখের ঠিকানা খুঁজে পান। বড় কষ্ট দিয়ে ছোট কষ্টগুলো ঢাকেন।