আমি একজন ছিটমহলবাসী নামগোত্রহীন,
দু:খে কষ্টে, অভাব-অভিযোগে কেটে যায় দিন।
নাগরিক হয়েও পাইনা নাগরিক অধিকার,
চারিদিকে দেখি আমি শুধুই ঘন অন্ধকার।
লেখাপড়া করতে গেলে স্কুলে নেয়না ভর্তি
জীবনে শুধুই নিরানন্দ-হাহাকার, নেই কোন ফুর্তি।
নেই কোনো চাকুরীর সুযোগ আমার এ জীবনে
নেই কোন জাতীয়তার পরিচয় আমার মরনে।
ছিটমহলবাসী হয়ে জন্মে জীবন আমার শেষ,
আর যেন কেউ না জন্মে ছটমহলে অবশেষ।