কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে
সব কিছু যেন উদ্দেশ্যহীন, লোক দেখানো..
কেন যেন মরিচিকার পিছনে ছুটছি আমরা, ক্লান্ত হচ্ছি
সারাটা দিন কঠিন ঘাম ঝরাচ্ছি ঠিকই
আর দিন শেষে ঘরে ফিরছি ‘শূণ্য’ নিয়ে।
‘নায়ক’ হবার তীব্র বাসনা নিয়ে আমরা আসি
মানুষের অকৃত্রিম ভালোবাসও পাই
কিন্তু কিছু দিন পরে কিসের মোহে যেন-
চলে যাই লোকচক্ষুর একেবারে অন্তরালে
জীবন পরিপূর্ণ করি অবৈধতায়
শুরু করি বিলাসী জীবন
যেন রাজ্যহীন সম্রাট ও মহারাজ
কিন্তু রাজ্য না থাকলে, জনহীন, গণহীন কি রাজা হওয়া যায়??
সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে
সব কিছু যেন ঘোষণা দিয়ে করছি-
টিভিতে আসার জন্য,
সব কিছু এলোমেলো হলে দেশ চলবে কেমন করে??