জীবনকে তো অনেক কিছু সহ্য করতে হয়,
কখনো ব্যাথা, কখনো বেদনা,
ঘুর্ণিঝড়ও তো আসে মাঝে মাঝে জীবনে,
উড়ে যায় চাল, চুলা,
কখনো জলোচ্ছ্বাস আঘাত হানে,
ঘরবাড়ি, টিন, গাছ ভাসিয়ে নিয়ে যায় নদীতে,
কখনো লাশ হয়ে ভেসে বেড়ায় নদীতে,
তারপরেও তো মানুষ জীবনের জয়গানই গায়,
খড়কুটা জড়িয়ে আকরে থাকতে চায় যে।