প্রপঞ্চময় এই শহরে
   কাকতাড়ুয়ার ভিড়।
মুর্খ হাসি লুকিয়ে
ওর নিরেট খোলকে।
পাখি তাড়াবে বলে
  বিলাশ বাগানে দিন-রাত।
ছোট পাখি উড়িয়ে দম্ভ কেবল।
মুক্তিগুহায় লুকিয়ে বাজপাখি;
   আসবে যেদিন  মাথা ঠুকরে
অহ্ংকারে ঢালবে জল।