আমার তো এতটুকু আমি
বাকি ছেড়ে এসেছি এ পথে
কিছু রাখা আমার শহরে
কিছু রাখা মরু পর্বতে


কিছু রাখা মায়ের আঁচলে
কিছু রাখা পূজোর ছুটিতে
স্কুলের মাঠেতে রাখা কিছু
কিছু রাখা স্মৃতির মুঠিতে


আমার যা অবশিষ্ট আমি
মুঠো করা জল যেন সে-ও
প্রতিক্ষণে গলে পড়ে কিছু
রোজ হারায় আমার পাথেয়


এখন তো মিথ্যের মুখোশে
আমারই সে ছায়া বয়ে চলা
আজ সব শব্দ ধার করা
কথা বলা নয়, হরবোলা


আমার আজ যাপন নয়
নিখাদ সুপটু অভিনয়
অজস্র মিথ্যের আড়ালে
দিনগত শুধু পাপক্ষয়


আজ যদি নিষ্ঠুর হাতে
মনটাকে করি ব্যাবচ্ছেদ
দেখতে পাব, জানি দেখতে পাব
ঈর্ষা, গ্লানি, মিথ্যে আর ক্লেদ