শহরগুলোর রাক্ষুসে পেট। খিদে।
মানুষ খেতে ভালই বাসে তারা
কিডনি লিভার ফুসফুস তো ভালই
হার্টটা যেন মুড়ির সাথে বোঁদে।


শহরগুলোর টকটকে চোখ। রাগে।
নিচ্ছে গিলে একলা মানুষ পেলেই
বিষয়ী মন একটু সময় পাবে
বিস্ময়ী মন যাবেই পেটে আগে।


শহরগুলো দুষ্টু। ছেলে ধরা।
শৈশবদের পেলেই পোরে ঝোলায়
শিশুর বোঝা বুড়োর থেকেও ভারি
পায়ে শিকল, হাত দুটোতে কড়া।  


শহরগুলো ভয়েই কাঁপে। ত্রাসে।
শিউলি,শিমুল, নীল যমুনা জল,
সোঁদা মাটির গন্ধ, তুলো মেঘ
ওই বুঝি কেউ আবার ভালবাসে।


শহরগুলো একটু একা। শোকে।
সুজন খোঁজে তারাও ফেসবুকে
বন্ধু পেলে হয়তো মানুষ হবে
কলকাতা আজ খুঁজছে শিকাগোকে।