যখন তুমি অবুঝ ছিলে
ভাবতে অনেক
দেখতে কত স্বপ্ন
আউল বাউল ধ্যানে
থাকতে শুধুই মগ্ন ।
রাত দুপুরে ছুটাছুটি
করতে তুমি কত ,
সকাল সন্ধ্যা পড়ার ফাকে
লিখতে কবিতা
মনের মাঝে মনের ছবি
আঁকতে তুমি, শিখতে তুমি
তোমার মাঝে দেখতে তুমি
তোমার ক্ষমতা ।
বড্ড বেশি পাজি বলে
বন্ধুরা কয় নষ্ট ,
পাড়ার ছেলেরা
বলত সবে
তুমি নাকি ভ্রষ্ট ।
অনেক সময় আপন মনে
আকাশ পানে উড়তে ,
ঝড়ের বেগে ঝড় হয়ে
উতাল পাতাল ঘুরতে ।
উড়নচন্ডি মনটা তোমার
উড়ত অনেক দুরে
মুক্ত বিহঙ্গ যেমন
মুক্ত মনে উড়ে ।
সময়টা নেইত সাথে
ঝড়টা গেছে থেমে
খাতার পাতা হলেও মলিন
মনটা তোমার আছে ।
ছেঁড়া খাতার ছেড়া পাতা
তোমার প্রেরনা
তোমার মাঝে তুমিই খুঁজ
তোমার প্রতিভা ।