তালা ঝুলিয়ে দিলাম অনুভূতির দ্বারে ,
আর থাকতে চাই না সেই রাজ্য অনাহারে ।


আহার !
আমার তো পেট ভরে না
পেটে আছে ছোট্ট একটি থলি
তা না ভরলে দেহ যে চলে না
পেট থাকলে ক্ষুধা তো লাগবেই ।


ক্ষুধা নিবারনে ব্যস্ত সবাই
আমার দিকে তাকিয়ে দেখার
সময় কারো নাই
পেট থাকলে ক্ষুধা তো লাগবেই ।


হয়তো আমি ময়লা থেকে কুড়িয়ে খাবার খাই
তোমার সঙ্গি তোমার পরিবার
কিন্তু আমি যে খাই
সাথে কুকুর বেড়ালের খাবার ।
তোমরা চিন্তা করো খাবার খাবে কোন বাটিতে
তবে আমার কি মন চায়না খেতে ?


চিন্তা করে দেখেছো কি একবার ?
আমি পাই না যে খেতে ?
কি দোষ ছিলো আমার ?
কেনো পাই না খাবার ?


টুকরো টুকরো করা তোমাদের এই দুনিয়ায়
মোর ঠাই নাই বুঝি একটি টুকরোয়
আমি নিশ্য মা হারা পথ শিশু
একটু খেতে চাই , চাই না আর কিছু
হবে কি একটু খাবার ?
পেট থাকলে ক্ষুধা তো লাগবেই ।


আহার !
আমার যে পেট ভরে না
হবে কি একটু খাবার ?
হবে ?