দিগন্ত পেরিয়ে পথ চলে যায় দূরে,
সেই প্রিয় ভালোবাসার টানে
জনম জনম ধরে চলেছি আমি সেই পথে
বিষাক্ত গ্যাসে, ভাঙা চূড়া সড়কে
লুটিয়ে পড়েছি কতবার,
হিসাব নেই তাঁর, হিসেব নেই তাঁর।


ধূসর পথে চলতে চলতে ক্লান্ত আজ আমি,
ধোঁয়াটে পথের যাত্রী ক্ষতবিক্ষত বিষণ্ণতা স্পর্শ করে দিবানিশি।
যখন তখন ভাগ্যের নির্মমতায় চলে আসে মেঘ,
ভালোবাসার আকাশ জুড়ে,
খেয়ালী অনুভূতির পরে অশ্রু বৃষ্টি ঝরে।


কত বার দুর্ঘটনায় পড়েছি চলমান জীবনের ধারায়,
কত বার জীবনের রঙে রাঙিয়েছি,
অন্ত মনের বিভীষিকায়
হিসেব নেই তাঁর, হিসেব নেই তাঁর।