আমার প্রিয় যুবক
সাইয়িদ রফিকুল হক


আমার প্রিয় স্বদেশের প্রিয় যুবক,
কোথায় তোমার সেই পৌরুষ!
খালি হাতে তুমি একদিন ঝড় তুলেছিলে
আমাদের বাঁচা-মরার একাত্তরের রণাঙ্গনে।
তোমাদের হাতে মরেছিলো পৃথিবীর আদিম-হিংস্র
পাকিস্তানী-হানাদারবাহিনী নামক শূয়রগুলো!
তোমরা কেন এভাবে আজ হঠাৎ ঝিমিয়ে পড়লে?
এখন তোমাদের নাম কেন দেখি ধর্ষকের খাতায়!
তোমাদের নামে কেন থানায়-থানায় জিডি-মামলা,
তোমাদের নাম এখন মানুষের তালিকার বাইরে!
দেশপ্রেমিক যুবকদের মতো তোমরাও ঘুরে দাঁড়াও—
আমাদের এই ছোট্ট দেশটাকে একটু ভালোবেসে।
আমার প্রিয় স্বদেশের প্রিয় যুবক,
তোমরা আমাদের পূর্বপুরুষের মতো একেকজন
হয়ে ওঠো নিখাদ বাঙালি আর নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা।
আর সকলের মুখে সমস্বরে শ্লোগান তোলো: জয়-বাংলা!
বাংলার সকল শয়তান একনিমিষে পালিয়ে যাবে তোমাদের
সম্মিলিত শক্তির দাপটে আর ওই মহাপবিত্র শ্লোগান শুনে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/১২/২০১৭