আরেক জীবন পেতাম যদি
সাইয়িদ রফিকুল হক


আরেক জীবন পেতাম যদি
হতাম মনের মতো,
এখন যে এই জীবনে
ভুলটা দেখি শত!
ভুলশোধনের নিয়মকানুন
পেলাম নাতো খুঁজে,
একজীবনে দুঃখ-জরা
সইতে হবে মুখটি বুজে!
ভুলশোধনের উপায় নাইরে
তাইলে হতাম শিশু,
একজীবনে লাগতো নারে
আর তো এমন কিছু!
নতুনভাবে জীবনগড়ার
নাইরে কোনো সুযোগ,
গরিব তুমি দেখে যাবে
ধনীরা সব করবে ভোগ!
আরেক জীবন পেতাম যদি
হতাম কোনো পাখি,
গরিবভাগ্যে এই জীবনে
সবই দেখি ফাঁকি!


সাইয়িদ রফিকুল হক
২৭/০৪/২০১৮