বারুদের গন্ধ শুঁকি না
সাইয়িদ রফিকুল হক


বারুদের গন্ধ শুঁকি না কতদিন,
নিজেই একদিন বারুদ হবো বলে!
ঘরবাড়ি বাঁধি না হঠাৎ একদিন
নিরুদ্দেশ হবো বলে!
জমিজমা করি না লোভসমুদ্রে ডুবে
মহামানব হয়ে যুদ্ধে যাবো বলে!
সময়ের চাকায় বসে আছি প্রশান্ত মনে,
শুধু এই জীবনে একজন মানুষ হবো বলে।
বারুদের গন্ধ শুঁকি না বহুদিন,
রাইফেলের মতো আবার আমি গর্জে উঠতে পারি!
মিছিলে যাই না তোমাদের ভাগ্য ভালো,
সাহসের সঙ্গে আবার আমি মহাবিদ্রোহী হয়ে উঠতে পারি।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১২/২০১৭