চোখের জলে ভরলো খাল
সাইয়িদ রফিকুল হক


চোখের জলে ভরলো খাল,
কোথায় পাবো বাঁচার হাল?
সবখানে যে জলের ধারা,
নাইতো কিছু দুঃখ ছাড়া!
নেশার ভয়ে হইনি মাতাল,
তবুও কাঁপে আকাশ-পাতাল!
জীবনক্ষেতে দেখছি শুধু খরা,
ভাগ্যসাগর দুঃখে ভরা!
চোখের জলে ভরলো খাল,
কাটবে কবে এই দুঃখকাল?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/১২/২০১৭