ঈদের আগে-পরে
সাইয়িদ রফিকুল হক


ঈদের আগে ফুর্তি কত
যাচ্ছি গাঁয়ের বাড়ি,
আগে থেকেই বুকিং করা
আছে টিকিট-গাড়ি!
ফেরার পথে ঝুটঝামেলা
পাচ্ছি নাতো টিকিট,
সবখানে যে একই কথা
এখন নাই তো সিট!
কষ্ট করে গ্রামে গিয়ে
লাভটা হলো কীসে?
গাড়িমালিক ষণ্ডাগুলো
মারছে যাত্রী পিষে!
এই দেশেতে আজব ব্যাপার
ষণ্ডাগুলো ধনী,
গরিব-দুঃখী ওদের কাছে
হয়ে আছে ঋণী!
সবখানে তাই আইন ভাঙ্গার
চলছে বিরাট খেলা,
ঈদের আগে ঈদের পরে
দেখছি কত চেলা!


সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০১৮