ঘুম নাই চোখে
সাইয়িদ রফিকুল হক


ঘুম নাই চোখে
জানি না কার শোকে!
ফুলের গন্ধ এসে শুধু লাগে নাকে।


চেনাফুলের মিষ্টিগন্ধ পাই,
মন-আনচানে দেহ-মন বিবশ তাই,
চেনাফুলের মধুর গন্ধে চোখে ঘুম নাই।


এই ফুল তুমি রেখেছিলে বন্ধু কোথায়?
স্বর্ণকেশের খোঁপায় গুঁজে মাথায়?
চিরচেনা গন্ধ তাইতে ফুলের গায়!


ঘুম নাই চোখে চিরচেনা ফুলের গন্ধে,
এসো বন্ধু কী লাভ ভুগে দ্বিধা-দ্বন্দ্বে!
সময় এখন চিরচেনা সেই মধুর সন্ধে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০৯/২০১৭