কষ্ট-শোধনাগার
সাইয়িদ রফিকুল হক


কষ্ট বেচার বুদ্ধি আছে
বলতে পারো কেহ?
কষ্টগুলো কুরে-কুরে
খাচ্ছে সবার দেহ।
কষ্ট বেচে ধনী হবো
নয়তো এমন জ্ঞান,
কষ্ট-নামের আবর্জনা
ভাঙ্গছে সবার ধ্যান।
কষ্টগুলো হতো যদি
এমন কোনো ফল,
তাইলে সবার কষ্ট খেয়ে
বাড়তো মনোবল।
কষ্ট এখন শুধুই জ্বালা
হৃদয়জুড়ে বিষ,
সুখের ঘরে দিচ্ছে হানা
কষ্ট অহর্নিশ।
কষ্ট-নাগের ছোবল খেয়ে
মরবি কত আর?
তারচে ভালো সবাই গড়ো
কষ্ট-শোধন’গার।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১২/২০১৭