কষ্টগুলো
সাইয়িদ রফিকুল হক


কষ্টগুলো বারুদ যেন
জ্বলছে গহীন বুকে,
কষ্টমাখা গভীর দুঃখে
ভাষা নাই যে মুখে!
কষ্ট-বোমায় নষ্ট জীবন
কষ্ট বড় কষ্ট!
কষ্টে দেখি এই জীবনে
সবই হলো নষ্ট।
কষ্টগুলো যায় না ভোলা
কাঁদায় শুধু মন,
সুখ যে এমন পরাহত
পাই না এমন ধন।
কষ্টগুলো ফুল হলে তাই
যেতাম একটু বেঁচে,
সুখপাখিটা ধরা দিতো
আপনা থেকে যেচে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/১১/২০১৭