কত রং
সাইয়িদ রফিকুল হক


যদিও তোমার রংটি কালো,
তোমার হাতের বিষও ভালো,
কারণ তোমার মনটি ভালো।


আরেক তুমি সাদা-গরল,
বাইরে তুমি যদিও তরল,
মনটি তোমার নয়কো সরল।


মানুষ তোমার রং যে কত!
একই অঙ্গে রূপ যে শত,
মনের ক্রোধ কর নত।


তোমার হাসি দেখতে ভালো,
মুখে আছে ভীষণ আলো,
কিন্তু দেখি মনটি কালো!


তোমার গায়ের পোশাক মন্দ,
তবুও আছে জীবনছন্দ,
লোকের সাথে নাই যে দ্বন্দ্ব।


ভালোমানুষ হয় না রঙ্গীন,
তার হাতে যে নাইকো সঙ্গিন,
এক রংয়ে সে থাকে চিরদিন।


সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০১৮