কে তোমাকে মানুষ বলে?
সাইয়িদ রফিকুল হক


তুমি আর কত লম্বা হবে?
লম্বা হতে-হতে তো
অনেক হয়েছো দেখছি!
এবার তুমি দয়া করে ক্ষান্ত হও।
গায়ের শক্তিও তোমার ছাড়িয়ে গেছে
সেই আদ্যিকালের অসুরদের।
চেহারাও হয়েছে বেশ দশাসই
আর চিকনাই দেখছি সবখানে!
গায়ের পোশাকও খুব যে দামি,
আর তা কিনেছো এমন দোকান থেকে
যেখানে গরিবের প্রবেশ চিরতরে নিষিদ্ধ!
বুঝলাম, তুমি খুব নামিদামি একখান,
কিন্তু তোমার বিবেক? কী বলে বিবেক?
আর বিবেক বলে তোমার আছে কিছু?
সেটা তো তোমার আধমরা কিংবা সম্পূর্ণ মৃত,
তবে তো তুমি মানুষ নও,
তুমি একটা খোলস মাত্র!
আর তোমাকে মানুষ বলে কে?
কে তোমাকে এখনও মানুষ বলে?
আমি ঘৃণা করি সেই অমানুষদেরও।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১০/২০১৭