কেউ নাই বন্ধু
সাইয়িদ রফিকুল হক


বুকে ব্যথা তবুও দেখি
মুখে তোমার কষ্ট-হাসি আজ,
জানি নাতো বন্ধু আমার
কে ফেলিছে তোমার মাথায় বাজ!
কষ্ট দেওয়ার মানুষ এখন
দেখছি শুধু চারিপাশে,
ভালোবাসার মানুষজন তো
কেউ নাই বন্ধু আশেপাশে!
সবাই দেখে নিজের স্বার্থ
সবার মুখে মধু অন্তরে বিষ,
এই তো দেখছি জনসমাজে
মুখচেনাদের ভিড়ে অহর্নিশ!
মানুষ দেখি সারি-সারি
এই মানুষের কত যে ভিড়!
স্বার্থনেশায় সবাই সাজে
সাধুপুরুষ-সন্যাসী-পীর!
কেউ নাই বন্ধু একটুখানি
ভালোবাসার মানুষ আপন,
বুকে ব্যথা মুখে হাসি
এইসব নিয়ে করছি দিনযাপন।


সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০১৮