ক্ষুব্ধ সবাই
সাইয়িদ রফিকুল হক


ফুলগুলো সব ঝরে গেল
দারুণ অভিমানে,
ক্ষুব্ধ সবাই বৃক্ষনাশের
বিরাট অভিযানে।
মানুষ এখন বিশ্বটাকে
চাচ্ছে শুধু ভোগে,
নিম্নজাতের লোভীগুলো
ভুগছে কঠিন রোগে।
ফুলের শোভা—চাঁদের শোভা
এখন কে আর দেখে?
সবখানে তাই লোভীগুলো
ধ্বংস আনে ডেকে।
পাখির বাসা—ফুলের আশা
সবই হচ্ছে ধ্বংস,
লোভীর ভিড়ে কেমনে বাঁচে
মানবজাতির বংশ।
টাকার লোভে মানুষগুলো
ছুটছে পশুর মতো,
এদের হাতে এতো টাকা
চাই যে তবুও কতো!
মানুষ-নামের পশু দেখে
ক্ষুব্ধ এখন সবাই,
মনের দুঃখে ফুলগুলো যে
ঝরে গেল তাই।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৫/২০১৭