মনের মানুষ হও
সাইয়িদ রফিকুল হক


নিজের দোষ ঢাকতে সবাই
বলছি চোখের দোষ,
আসলে যে মনের পাপে
বাড়ছে জগত-রোষ!
মনটাকে তাই করতে হবে
শুধু ভোরের বাগান,
হিংসা নামক আবর্জনা
ছুঁড়ে ফেলো নাদান।
তোমার পাপে জ্বলছে দেখি
তোমার চোখে লোভ,
ফুলের মালা পায়ে দলে
দেখছো শুধু বৈভব!
মনটা তোমার শান্ত করে
হও না মানুষ মনের,
চোখে তখন জ্বলবে নাকো
লোভের আগুন ধনের।


সাইয়িদ রফিকুল হক
০২/০১/২০১৭