মনকে বলি
সাইয়িদ রফিকুল হক


মনকে বলি কাঁদো কেন মন?
কেন তোমার দুঃখ-কষ্ট
পুষে রাখো সারাক্ষণ?
তারচে বন্ধু হাসো শুধু নির্ভয়ে,
মানুষ হলে এমন করেই
দুঃখ-কষ্ট যেতে হবে সয়ে।
মনের দুঃখ মনে রাখো পুষে,
হাসো শুধু সরল মনে দিলখুশে!
মনকে বলি ভুলে যাও রে
এই জীবনের যত গ্লানি,
দুঃখ-কষ্ট ভোলো এবার চিরতরে
শুনে দেখো এই পৃথিবীর মহাজন-বাণী।


সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০১৮