মূর্খ-পশু তাড়াও
সাইয়িদ রফিকুল হক


মূর্খসঙ্গে ধর্মনাশ,
পশুসঙ্গে সর্বনাশ।
জীবনটা যে অনেক দামি,
মানুষ হতে পারবে নামি।
মূর্খগুলো তাড়িয়ে দাও,
পশুগুলো চিনে নাও।
মানুষ তোমার জীবনরত্ন
গড়তে হলে কর যত্ন।
জীবনচলার পথে দাঁড়াও,
মূর্খ-পশু আজকেই তাড়াও।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১২/২০১৭