নীলআকাশের খেলা
সাইয়িদ রফিকুল হক


আকাশটাকে খুঁজে দেখো
পেতে পারো ঘ্রাণ,
তাজা বৃষ্টির ঘ্রাণ পেলে
বাঁচবে সবার প্রাণ।
ভ্যাপসামাখা গরমখানি
দিচ্ছে কত কষ্ট,
এই গরমে সুখশান্তি
হলো সবার নষ্ট।
আকাশটাকে শুঁকে দেখো
বৃষ্টি কোথায় আছে?
নইলে অমন বিশাল আকাশ
কী-ই-বা দরকার আছে?
নীলআকাশে বৃষ্টি নাইরে
আছে শুধু ধূলা,
আশার নামে পোড়া কপাল
সামনে ঝোলে মূলা!
নীলআকাশে চলছে খেলা
বৃষ্টি কোথাও নাই,
দেশের মানুষ দিনদুপুরে
মরছে ঘেমে তাই।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১২/১০/২০১৭