ফুলকলিদের মন ভালো নাই
সাইয়িদ রফিকুল হক


ফুলকলিদের মন ভালো নাই
মনে ভীষণ দুখ,
মলিন হয়ে আছে যে তাই
এতো রঙিন মুখ!
ভ্রমরগুলো কোথায় গেছে?
বসছে নাতো ফুলে,
ফুলকলিরা মনের সুখে
হাসতে গেছে ভুলে।
রঙিন ফুলে বসছে নাতো
লাজুক প্রজাপতি,
এতো রঙিন ফুলকলিতে
সুবাস নাই যে অতি!
ফুলকলিদের মন ভালো নাই
মনে ব্যথার পাহাড়,
কোথায় আছে সুখের নদী?
দুঃখ ধোয়ামোছার।


সাইয়িদ রফিকুল হক
১২/০১/২০১৮