পিতা ফিরে আসার দিন
সাইয়িদ রফিকুল হক


ঘরখানা ছিল একেবারে শূন্য,
কোথাও ছিল না আনন্দ কোনো,
সবাইতো ছিল মনমরা হয়ে,
মানুষের মনে তখনও ছিল
দারুণ এক উৎকণ্ঠা!
কবে আসবেন আমাদের পিতা?
আমাদের পিতা বাঙালি-জাতির
নন্দিত-জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


পিতাহীন ঘরে মন যে বসে না মানুষের,
সবাই ব্যস্ত চিরবিশ্বস্ত পিতার খোঁজে,
সবারই মনে ব্যথা বাজে শুধু পিতার জন্যে।
কবে আসবেন আমাদের পিতা?
কবে আসবেন আমাদের তিনি?
বাঙালি-জাতির প্রিয় জনক
আসবেন বলে গাছপালা সব
শোভিত হলো যে ভালোবাসার রঙে!
গাছের গোলাপ রেখে দিলো গাছে যুবকবৃন্দ,
পিতা ফিরে এলে সুবাস ছড়িয়ে দিবে
মহানন্দে তাঁর চরণতলে।


অবশেষে পিতা ফিরলেন তাঁর স্বদেশভূমে,
নাচে মুখরিত স্বদেশের মাটি!
আকাশের নাচে বাতাসের নাচে
দুলে যে উঠলো সব বাঙালির হৃদয়ভূমি!
সেইদিন যেন স্বাধীনতার পূর্ণস্বাদ পেলো
হাজার-বছর সংগ্রামমুখর বাঙালি-জাতি।
আজকে পিতার গৃহে ফেরার দিন,
শোধ হবে আজ ভালোবাসায় পিতার ঋণ।



সাইয়িদ রফিকুল হক
১০/০১/২০১৮