তুই আর কত পালাবিরে?
সাইয়িদ রফিকুল হক

তুই আর কত পালাবিরে
ওই ব্যাটা চামচা?
তুই আর কত হবিরে এমন
পাতিনেতার গামছা?
তোর পকেটে আজও আছে
গরিবের গমচুরির টাকা,
ওই বিধবার সম্বল বেচে
তুই নাকি বাড়ি করেছিস ঢাকা?

হায়-হায় বাটপাড় ভণ্ডমুখী
তুই দেখি ভীষণ বজ্জাত,
গ্রামের লোকজন বলে তাই
তুই আসলেই কমজাত!
তোরচে দেখি অনেক ভালো
ওই সিঁধকাটা চোরটোর,
এই গরিবের সবই গেল
তোর হাতে—হারামখোর!

মানুষ হবি তুই আর কবে?
তোর যে সবই মন্দ,
যখনই তাই তোকে দেখি
তোর গায়ে চুরির গন্ধ!
লজ্জা কি তোর ছিল আগে?
মনে হয় না ছিল কোনোকালে,
তোরচে ভালো কত শকুন
বসে থাকে গাছের ডালে!

পশুদেরও ধর্ম আছে
চলে তাই নিয়ম মেনে,
আর তুই ব্যাটা করছিস চুরি
‘শয়তানী’ হালাল জেনে!
তুই যে দেখি এই দুনিয়ায়
পাপীদের অঘোষিত-সম্রাট,
তাই তুই একদিন পড়বি ধরা
বন্ধ হবে সেদিন তোর নেতার কপাট!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৬/২০১৬