পশুমারার অভিযানে
সাইয়িদ রফিকুল হক


খুশির ঈদে জঙ্গীগুলো
দিচ্ছে ভীষণ হানা,
শয়তানীটা বন্ধ করতে
করছি ওদের মানা।
মানুষ-মারার অভিযানে
পিশাচগুলো মত্ত,
মুক্তিযুদ্ধের বাংলাদেশে
সাহস ওদের কত্ত!
বীর-বাঙালি জাগবি নারে
জাগবি আবার কবে?
শিয়ালগুলোর কামড় খেয়ে
মরবে মানুষ সবে!


মানুষ যারা দেখলে চিনি
মানুষ চেনা যায়,
এই সমাজে পশুগুলো
চেনা বড় দায়!
ভেল্কি দেখায় অনেকরকম
আরও কত লেবাস!
ধর্মরশি টানছে ওরা
করতে সর্বনাশ।
পশুগুলোর মুখে আছে
ধর্মকথার বুলি,
আসলে যে ওদের চোখে
বাঁধা আছে ঠুলি!


নিজের স্বার্থে ধর্মটাকে
দিচ্ছে যারা বলি!
কাপুরুষ যে বলছি তাদের
হয় না তারা বলী!
ধর্ম হলো প্রেমের শিখা
জ্বালবে হৃদে আলো,
মানুষখুনী-পশুগুলো
থাকবে চির-কালো।
মুসলমানের দেশে যারা
ছড়ায় পাপের বীজ,
মানুষ-নামের পশু তারা
আরও অধিক নীচ!
এই পশুদের ধরতে হবে
মানবজাতির স্বার্থে,
পশুমারার অভিযানে
এসো সবাই নিঃস্বার্থে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৭/২০১৬