স্বপ্নরঙিন ফুলকুমারী
সাইয়িদ রফিকুল হক

আজকে দেখি ফুলের বনে
উড়ছে প্রজাপতি,
একটি মেয়ে রঙিন স্বপ্নে
হাসছে বুঝি অতি।
স্বপ্ন তাহার ভাসছে চোখে
দেখছে নাতো কিছু,
একটি যুবক মনের সুখে
ছুটছে তারই পিছু।
স্বপ্নগুলো হালকা ওদের
বোঝার বয়স কম,
আবেগখানি ফুরায় গেলে
ভুলটা হবে যম।
স্বপ্নরঙিন ফুলকুমারী
যাও না ফিরে ঘরে,
আজকে হাসি দেখছি মুখে
থাকবে নাকো পরে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।