একেবারে ইনটেক
সাইয়িদ রফিকুল হক

একেবারে ইনটেক!
প্যাকেট খোলেনি কেউ,
ছুটে যায় সবাই,
খুলে দেখে সেকেন্ড-হ্যান্ড।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।