সাধুবচন-১
সাইয়িদ রফিকুল হক

আজকে নালিশ করছি নাতো
এমন কারও নামে,
বলছি শুধু পাপের চিহ্ন
হয় না শুভ পরিণামে!
পাপ যে এমন ভয়াবহ
ছাড়ে নাতো বাপকে,
এ-জগতে কেউ ভালোবাসে না
ওই বিষধর সাপকে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।