সাধুবচন-৫
সাইয়িদ রফিকুল হক

পোশাক শুধু ঢাকছে ছতর
মানুষ আসল ভূষণ,
ভিতরটাতে মানুষ হলে
তুমি হবে সুজন।
দেহের পোশাক খুলে যাবে
তুমি পশু হলে,
ভণ্ড-মানুষ নগ্ন হয়ে
ভাসবে চোখের জলে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।